ব্রাসিলিয়া, ২৯ ডিসেম্বর- অনবদ্য কিছু গোল করেছেন৷ বেশ কিছু ভালো মরশুম কাটিয়েছেন৷তবুও ব্যালন ভাগ্যে জোটেনি নেইমারের৷ ব্রাজিলের এই তারকা ফুটবলারটি ব্যালন ডিঅর জেতার স্বপ্ন দেখেন। তবে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার পাওয়ার জন্যে বাড়তি চাপ নিতে রাজি নন বার্সেলোনা তারকা। ব্যালন প্রসঙ্গে নেইমার বলেন, বার্সেলোনাতে আমি খুব আনন্দে আছি। অবশ্যই ব্যালন ডিঅর জেতা আমার লক্ষ্য, কিন্তু এর জন্যে আমি নিজেকে খুন করব না। ২০১৫ সালের বর্ষসেরার দৌড়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনাল্ডোর পেছনে থেকে তৃতীয় হয়েছিলেন নেইমার। আর এবারের ব্যালন ডিঅর জেতার লড়াইয়ে হয়েছেন পঞ্চম। মেসি ও গ্রিজমানকে পিছনে ফেলে এবার জেতেন রোনাল্ডো৷ চতুর্থ হন লুই সুয়ারেজ। তবে তাতে মোটেও হতাশ নন রিও জি জেনেইরো অলিম্পিকে ব্রাজিলকে সোনা জেতানো ২৪ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, আমি সুখী হতে চাই এবং বার্সেলোনায় আমি সুখে আছি। ব্যালন ডিঅর না জিতলে এটা কোনো সমস্যা নয়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2isARMS
December 29, 2016 at 03:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top