ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক ● নগরীর কদমতলী এলাকায় বাচ্চাকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি এসএম শহীদুল ইসলাম।

নিহত শামসুন্নাহারের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটে। তার স্বামীর নাম বাচ্চু মিয়ার। সোমবার সকালে সন্তানকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

ওসি শহীদুল আরও জানান, বাচ্চু মিয়া মানসিক ভারসাম্যহীন। শামসুন্নাহার নগরীর ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতেন।

The post ট্রেনে কাটা পড়ে নারী নিহত appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2i6dE1R

December 19, 2016 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top