শুনতে অবাক লাগলেও আমাদের এই পৃথিবীতেই এমন একটি গ্রাম আছে যেখানে পুরুষের প্রবেশাধিকার নেই। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উমোজা তেমনই একটি গ্রাম, যেখানে শুধু মেয়েদের বসবাস।
আমরা এতকাল শুনে এসেছি, আলাদা করে মেয়েদের জন্য জিম, স্কুল, উপাসনালয়, হোটেল ও রেস্টুরেন্ট হয়। তাই বলে শুধু নারী অধ্যুষিত বা পুরুষ নিষিদ্ধ গ্রামের কথা এই প্রথম জানা গেল।
জানা গিয়েছে, অন্যায় ও নির্যাতনের শিকার নারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ১৯৯০ সালে ১৫ জন নারী মিলে গ্রামটি প্রতিষ্ঠিত করেন। এঁদের সবাই ব্রিটিশ সৈন্যদ্বারা ধর্ষণের পর বেঁচে যান। এখন সেখানকার জনসংখ্যা দিন দিন বাড়ছে। গ্রামটিতে প্রায় ২০০ শিশু রয়েছে।
কেনিয়ার উত্তরাঞ্চলীয় সামবুরু অঞ্চলে অবস্থিত গ্রামটিতে নারীরা একে অপরের দেখভাল করে থাকেন। এই সম্প্রদায়ের প্রধান রেবেক্কা ললোসলি। তবে উমোজায় পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা নেই। তাঁদের স্থায়ী ভাবে বসবাসের অনুমতি নেই।
from Uttarbanga Sambad http://ift.tt/2hCcS0R
December 30, 2016 at 09:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.