জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়ন ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের টিকিট পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালের দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। ম্যাচের অতিরিক্ত সময়ে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রসে রোনালদোকে বল ধরিয়ে দেন হামেস রদ্রিগেজ। অসাধারণ দক্ষতায় বলটি আমেরিকার জালে জড়ান রোনালদো। ম্যাচ শেষে রিয়ালের প্রাণভোমরাকে প্রশংসা বানে ভাসান দলীয় কোচ জিনেদিন জিদান। জানালেন, রোনালদোই সেরা। ফরাসি কিংবদন্তীর ভাষায়, চারটি ব্যালন ডিঅর জেতা চাট্টিখানি কথা নয়। সত্যিই কঠিন কাজ এটি, যা করলো রোনালদো। আমি মনে করি, সে আরো ব্যালন ডিঅর জিতবে। তিনি আরো যোগ করেন, রিয়াল মাদ্রিদের ইতিহাসে রোনালদোই সেরা ফুটবলার। অনেক খেলোয়াড় এখানে খেলতে আসবে, কিন্তু রোনালদো যা অর্জন করেছে, তা হয়তো তারা পারবে না। কেউ কারো সমকক্ষ নয়। আর/১০:১৪/১৬ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hDh1OG
December 16, 2016 at 04:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন