নিজস্ব প্রতিবেদক ● বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য-আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে বদ্ধপরিকর। আর এ পরিকল্পনা বাস্তবায়নে শুধু একটি বিষয়ের উপর আমাদের ভালো ভাবে জোর দিতে হবে, তা হল সুশাসন প্রতিষ্ঠা করা। দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে দেশের উন্নয়ন হবেই।
লাকসাম থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি।
তিনি বলেন, লাকসামে নতুন ভবন বা মার্কেট করার সময় এখন আর কেউ চাঁদা দাবি করে না। এটি শতভাগ নিশ্চিত করতে নির্বাচিত কাউন্সিলররা ভূমিকা রাখবে। শালিশে কোন পক্ষের হয়ে বিচার করা যাবে না। যদি এসব কাজে আমার দলের কোন নেতাকর্মী জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বলেন, এ অঞ্চলের প্রধান সমস্যা হল মাদক ও চোরাচালান। কুমিল্লা জেলা পুলিশ মাদক ও চোরাচালান নিয়ন্ত্রনে কাজ করছে। তবে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ পুলিশ বিডি পুলিশ হেল্প লাইন নামে একটি মোবাইল অ্যাপস চালু করেছে। আপনারা এ অ্যাপসের মাধ্যমে অভিযোগ করতে পারেন।
পুলিশ সুপার বলেন, সারাদেশের মধ্যে এ অ্যাপস চালু হয়ার পর প্রথম অভিযোগকারী ছিলেন আপনাদের লাকসামের একজন। তার অভিযোগের ভিত্তিতে মাত্র এক ঘণ্টার ব্যাবধানে এক মাদক ব্যাবসায়িকে আমরা গ্রেফতার করি।
আপনাদের অভিযোগগুলো আমাদের অ্যাপসের মাধ্যমে জানালে আমরা অভিযোগকারীর নাম ঠিকানা গোপন রেখে ব্যাবস্থা নিব।
তিনি বলেন, আপনারা যাতে আইনি সেবা আরও ভালোভাবে পান সে জন্য লাকসাম ও মনোহরগঞ্জ নিয়ে আলাদা একটি সার্কেল করা হয়েছে। লাকসামে সার্কেল অফিস করা হবে এবং একজন এএসএই পাবেন আপনারা।
রবিবার সকালে লাকসামে থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূইয়া ও লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশরাফ উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চেয়ারম্যান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন সহ পৌরসভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ি, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি মোঃ তাজুল ইসলাম এমপি’র উদ্যোগে ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সৌজন্যে জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনের হাতে লাকসাম থানা পুলিশকে উপহার হিসেবে একটি গাড়ির চাবি তুলে দেয়া হয়।
The post সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে দেশের উন্নয়ন হবেই —তাজুল ইসলাম appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hVSLuq
December 18, 2016 at 10:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন