জলপাইগুড়ি, ২০ ডিসেম্বরঃ হৃদরোগে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র রবি গুপ্তার মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা জানিয়ে দিলেন। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের পর চিকিত্সকরা একথা জানিয়েছেন। তবে কী কারণে ওই ছাত্র হৃদরোগে আক্রান্ত হলেন তা জানতে মৃতের ভিসেরা, যকৃত্, ফুসফুস, রক্তের নমুনা, পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে বলে জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতের পরিবারের অবশ্য দাবি, রবির নাকে-মুখে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। এ ঘটনায় তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কোতোয়ালি থানার আইসি আশিস রায় বলেন, ‘মৃতের পরিবারের অভিযোগ পেয়েছি। তবে এ ঘটনায় নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। আমরা তদন্ত চালাচ্ছি।’
from Uttarbanga Sambad http://ift.tt/2ie2loF
December 21, 2016 at 01:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন