রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা মিঠুনের

কলকাতা, ২৬ ডিসেম্বরঃ অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বলিউডের সফল অভিনেতা মিঠুন চক্রবর্তী। মেয়াদকাল ফুরোতে বাকি এখনও প্রায় দেড় বছর। তাঁর সাংসদ পদের বৈধতা ছিল ২০২০ সালের এপ্রিল পর্যন্ত।

তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ২০১৫ সালে। রাজ্যসভায় তাঁর উপস্থিতি ছিল মাত্র তিনদিনের। অসুস্থতার কারণ দেখিয়ে বারবার তিনি ছুটি বাড়িয়ে নিতেন। দীর্ঘদিন তিনি আমেরিকাতেও ছিলেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে চিটফান্ডের নাম জড়ানোয় মিঠুন নিজেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন। সংসদে  তাঁর অনিয়মিত উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে জল্পনা চলছিল। অবশ্য তাঁর এই ইস্তফা এত দ্রুত হবে সে সম্পর্কে ধারণা ছিল না কারোর। মিঠুন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাঁর পদত্যাগের পর রাজ্যসভায় কাকে আনবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



from Uttarbanga Sambad http://ift.tt/2hHi4MQ

December 26, 2016 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top