লিওনেল মেসির সামনে ষষ্ঠবারের মতো বর্ষসেরার মুকুট উঁচিয়ে ধরার হাতছানি। অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর চতুর্থবারের সুযোগ। কে জিতবেন ২০১৬ ব্যালন ডিঅর? উত্তর মিলবে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে কাঙ্ক্ষিত বিজয়ীর হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে। এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো। তবে অবহেলা করা যাবে না লিওনেল মেসিকেও। আর গ্রিজমানকে রাখা হয়েছে সম্ভাবনার তালিকায়। ২০১৬ সালটা দারুণ যাচ্ছে রোনালদোর। পর্তুগালকে ইউরোর ফাইনালে নিয়ে যাওয়া। যদিও চোটের কারণে ফাইনালে মাঠে থাকা হয়নি তাঁর। তারপরও পর্তুগাল শিরোপা ঘরে তুলেছে। এ বছর ৫০ এর অধিক গোল করেছেন রোনালদো। ইউরোতে আছে ৩ গোল। অন্যদিকে মেসি লিগ ও কাপ দুটোই জয় করেছেন। গোলের ভালো রেকর্ডও আছে তাঁর। কিন্তু একটি জায়গায় রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি। রোনালদো যেখানে ইউরো জিতেছেন, সেখানে মেসি আর্জেন্টিনাকে কোপার ফাইনালে তুলে শিরোপা হাতছাড়া করেছেন। অবশ্য ক্লাব সমীকরণে রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। এ বছর ৪২টি ক্লাব ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন রোনালদো। বিপরীতে ৫০ ম্যাচ থেকে মেসির গোলসংখ্যা ৫০। দেশের হয়ে রোনালদোর গোল ১৩ আর মেসির ৮। সবমিলে দেখা যায়, দেশের হিসেবে মেসির চেয়ে এগিয়ে রোনালদো। আর ক্লাবের হিসেবে রোনালদোর থেকে এগিয়ে মেসি। এর আগে ২০০৮ সালে নিজের প্রথম ব্যালন ডিঅর জিতেন রোনালদো। এরপর ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার পুরস্কারটি জিতেছিলেন মেসি। পরের দুই বছর পুরস্কারটি নিজের করে নেন রোনালদো। ২০১৫ সালে রোনালদোকে টপকে মেসি সেই মুকুট পুনরুদ্ধার করেন। তিন বার করে ব্যালন ডিঅর জিতেছেন যারা: ক্রিস্টিয়ানো রোনালদো: ২০০৮, ২০১৩ ও ২০১৪। মার্কো ফন বাস্তেন: ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯২। মিশেল প্লাতিনি: ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫। ইয়োহান ক্রুইফ: ১৯৭১, ১৯৭৩ ও ১৯৭৪। আর/১৭:১৪/১২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hmE1RJ
December 13, 2016 at 05:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন