সময়সীমা পেরনোর পর বাতিল নোটে নয়া নির্দেশ কেন্দ্রের

দিল্লি, ২৮ ডিসেম্বরঃ হাতে মাত্র ১ দিন বাকি। ৩০ ডিসেম্বরের সময়সীমা পেরোলে কারোর কাছে পুরনো নোট মিললেই দিতে হবে খেসারত। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ মন্ত্রীসভা এই নতুন অর্ডিন্যান্সে সায় দিয়েছে। এই অর্ডিন্যান্স অনুযায়ী, নির্ধারিত পর যদি কারোর কাছে ১০ টির বেশি পুরনো ৫০০ বা ১০০০ টাকার নোট পাওয়া যায় তাহলে তার মোটা অঙ্কের জরিমানা অথবা ৪ বছরের কারাদন্ড হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, আগে বলা হয়েছিল, ৫০ দিন পরেও ৩১ মার্চ পর্যন্ত আরবিআইতে জমা দেওয়া যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। কিন্তু সেক্ষেত্রেও আজ নতুন ঘোষণা করল কেন্দ্র। নোট জমা দেওয়ার সময়ে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কারণ জানাতে হবে কেন সে এতদিন পুরনো নোট জমা দেওয়া হয়নি। আরবিআই যদি মনে করে সেই কারণ যুক্তিযুক্ত, তাহলেই সেই নোট জমা নেওয়া হবে। এছাড়াও ১০ টির বেশি পুরনো নোট পাওয়া গেলে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা মোট টাকার পাঁচগুণ জরিমানা ধার্য করা হতে পারে।

এছাড়া নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করলে ১০টির বেশি পুরনো ৫০০ বা ১০০০ টাকার নোট অ্যাকাউন্টে জমা পড়লে মোট অর্থের পাঁচগুণ জরিমানা হতে পারে।

সংসদে এই অর্ডিন্যান্স জানুয়ারির শেষে বাজেট অধিবেশনে আনা হতে পারে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2hNgOrI

December 28, 2016 at 07:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top