পোষাকের সঙ্গে ম্যাচিং করে বাছুন লিপস্টিক

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ অনলাইনই হোক বা অফলাইন, নানা রঙের লিপস্টিক কেনা তো মেয়েদের একটা প্যাশন। কিন্তু শুধু তো কিনলেই হল না, কোন রঙ কখন ব্যবহার করলে নিজেকে আরও বেশি সুন্দর করে তোলা যায় তা জানা খুবই দরকার। তাই রইল কিছু টিপস-

১) পিকনিকে যান বা বেড়াতে, হলুদ রঙের পোশাক মানেই চেহারায় বাড়তি চমক। ঠোঁটে থাকুক লাল লিপস্টিক। উত্সবের দিনে আপনিই বোল্ড অ্যান্ড বিউটিফুল।

২) পিংক যদি আপনার ফেবারেট হয় তাহলে গাঢ় গোলাপি রঙের পোশাকের সঙ্গে বাছুন হালকা গোলাপি রঙের লিপস্টিক। লিপগ্লস লাগালে তো আপনি হবেন বছর শেষের সেরা আকর্ষণ।

৩) আর যদি সারাদিন টইটই করে ধুরে বেড়ানোর প্ল্যান থাকে তাহলে নির্দ্বিধায় বাছুন কমলা রঙের পোশাক। ঠোঁটের রঙ হবে হালকা পিচ।

৪) ঝলমলে সবুজ মানেই উচ্ছল তারুণ্য। এমন রঙের পোশাকে নিজেকে সাজালে শেড বাছুন পিচ বা পিংক।

৫) সাদা বা কালো যে কোনো উত্সবেই বেশ মানায়। সাদা রঙের পোশাক পরলে শেড বাছুন লাল বা বাদামি। আর কালো পোশাকের সঙ্গে শুধু লাল পরলেই বেশ মানাবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2i228Gh

December 24, 2016 at 01:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top