মুম্বাই, ১৩ ডিসেম্বর- বলিউডের পাশাপাশি হলিউডেও সুপরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান ড্রামা সিরিজ কোয়ান্টিকো ঝড়ের পর এবার জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হলেন তিনি। এতে দারুণ উচ্ছ্বসিত এ বলিউড সুন্দরী। বেওয়াচের হাত ধরেই হতে চলেছে তাঁর আন্তজার্তিক অভিষেক। ইনস্টাগ্রামে ফুটবল স্টার ডেভিড বেকহ্যাম এবং অভিনেত্রী মিলি ববি ব্রাউনের সঙ্গে একটি ছবিও পোস্ট করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তাকে ইউনিসেফ গ্লোবাল ফ্যামিলির সঙ্গে পরিচয় করানোর জন্য। প্রিয়াঙ্কা চোপড়া ২০০০ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। সানি দেওয়ালের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সাবেক এ বিশ্বসুন্দরীর। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে ফ্যাশন ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন। আর/১০:১৪/১৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2htxp4D
December 14, 2016 at 05:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন