রাঙ্গালিবাজনা, ২৩ ডিসেম্বরঃ পাঁচটি তক্ষকসহ চার দুষ্কৃতি আটক করল বন দপ্তর, এসএসবি ও টেনএসএপি। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত একটি মারুতি ভ্যানও (ডব্লিউবি ৭০ এফ ০৪২০)। আটক দুষ্কৃতিরা রায়মাটাং চা বাগানের অমিত কামিও রামপ্রসাদ শা এবং শালবাড়ির সহিরুদ্দিন মিয়াঁ ও মণিরুদ্দিন মিয়াঁ। বন দপ্তরের মাদারিহাট রেঞ্জ, এসএসবি ১৭ নম্বর ব্যাটেলিয়ন এবং টেন এসএপি যুগ্মভাবে এই অপারেশন চালায় শুক্রবার সন্ধ্যায়। বন দপ্তর ও এসএসবি সূত্রের খবর, চার দুষ্কৃতি ওই পাঁচটি তক্ষক নিয়ে মাদারিহাট ও হাসিমারার মাঝামাঝি তোর্ষা নদীর কাছাকাছি এলাকায় ক্রেতাদের জন্য অপেক্ষা করছিল। আগাম খবর পেয়ে জায়গাটি ঘিরে ফেলে বনকর্মী, টেনএসএপি ও এসএসবি জওয়ানরা। মাদারিহাট রেঞ্জের খগেশ্বর কার্জি বলেন, ধৃতরা জেরায় স্বীকার করেছে, তাঁরা ভুটানে তক্ষকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
from Uttarbanga Sambad http://ift.tt/2hmdOX3
December 24, 2016 at 06:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন