সোশ্যালের জন্য চুপিসারে ‘স্পনসরশিপ’ তোলার অভিযোগ শিলিগুড়ি কলেজে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ কলেজের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদককে পুরোপুরি অন্ধকারে রেখে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের (সোশ্যাল) নামে বাজার থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শিলিগুড়ি কলেজের ছাত্র সংসদের বিরুদ্ধে। অভিযোগ, ছাত্র সংসদের প্যাডে একটি কুপন বানানো হয়েছে। এধরনের বেশ কয়েকটি কুপন ছাত্র সংসদের বিভিন্ন পদাধিকারিকদের দিয়ে চুপিসারে স্পনসরশিপ জোগাড় করানো হচ্ছে। কুপনে রয়েছে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকারের স্বাক্ষর। এমনকি সভাপতি হিসাবে কলেজের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষের নামও রয়েছে প্যাডে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।

এদিকে অভিযোগ তোলা হলেও কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও কলেজের অধ্যক্ষের দাবি, এই বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবছরও আগামী ৪-৫ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান।



from Uttarbanga Sambad http://ift.tt/2inYir9

December 31, 2016 at 05:57PM
31 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top