শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ নদীর চর দখলমুক্ত করা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র তথা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রামভজন মাহাতোর কাউন্সিলার অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অফিসের সব সামগ্রী ভাঙচুরের পাশাপাশি ২৭ হাজার টাকা লুঠ করার অভিযোগও আনা হয়। পুরো ঘটনা জানিয়ে প্রধাননগর থানায় স্থানীয় তৃণমূল নেতা শ্যামসুন্দর সিং সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে শুক্রবার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহানন্দা নদীর চর দখলমুক্ত করতে গিয়ে দখলকারীদের হাতে নিগৃত হয়েছেন পুরকর্মীরা। দখলকারীদের তাড়ায় কাজ অর্ধেক করেই ফিরে আসেন তাঁরা। যদিও নদীর চর দখলকারী ৯ জনের ঘর এদিন ভেঙে দেওয়া হয়েছে বলে পুরনিগম সূত্রের খবর। দখলদারদের অভিযোগ, বিনা নোটিশে তাদের ঘর ভাঙা হয়েছে বলে তাঁরা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু পুলিশের উপস্থিতি সত্ত্বেও কিভাবে পুরকর্মীরা নিগৃহিত হলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ডেপুটি পুলিশ কমিশনার ইন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, ‘অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2icNiw5
December 24, 2016 at 05:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.