টেট ফেল,তবু গোপনে ইন্টারভিউ

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ মোটা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার টেট ফেল পরীক্ষার্থীদের কোলকাতায় নিয়ে ভুয়ো ইন্টারভিউ নিচ্ছে একটি প্রতারণাচক্র। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, কোলকাতার সল্টলেকে একটি ফ্ল্যাটে অফিস সাজিয়ে চলছে ভুয়ো ইন্টারভিউ। উত্তরবঙ্গ থেকে চাকরিপ্রার্থীদের নিয়ে রাখা হচ্ছে শিয়ালদা এবং গড়িয়াহাট এলাকার দুটি হোটেলে। প্রতারণাচক্রের ফাঁদে পা না দেওয়ার আবেদন জানান রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। টেট পরীক্ষার আগেই চাকরিপ্রর্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল এই চক্রের কারবারিরা। পরে ওই চাকরিপ্রার্থীদের মধ্যে বেশিরভাগই ফেল করায় একসঙ্গে তাঁরা টাকা ফেরত চায়। বিপত্তি ঘটে সেখানেই। তখনই শুরু হয় নিজেদের বাঁচানোর পরিকল্পনা। ঠিক হয় যে, টাকা নেওয়া হয়েছে অথচ পাস করতে পারেননি এমন পরীক্ষার্থীদের একটি নতুন রোল নম্বর দেওয়া হবে। বলা হবে তাদের চাকরি সুনিশ্চিত।

সেইমতো চাকরিপ্রার্থীরা ভুয়ো রোল নম্বরটি নিয়ে কোলকাতায় ইন্টারভিউ ও  নিয়োগপত্র নিতে য়ায়। তাদের ভয় দেখানো হয়, সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত গোপনে রাখতে। কারন, ফেল করার পরও চাকরি হচ্ছে জানলে সমস্যা তৈরি হতে পারে। জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সাত জেলা থেকে প্রায় শতাধিক চাকরিপ্রার্থীদের নিয়ে যাওয়া হয়েছে কোলকাতায়।

অভিযোগ, পরীক্ষার্থীদের থেকে তাদের শিক্ষাগত যোগ্যতার আসল নথিও জমা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের ধারনা, কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এই চক্রের সঙ্গে যুক্ত। তাই এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস কেউ পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, ‘শুধুমাত্র যারা টেট পাস করেছে তাদেরই ইন্টারভিউ হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখা হবে। কেউ যাতে কোনো ফাঁদে পা না দেয়। ’



from Uttarbanga Sambad http://ift.tt/2gV406o

December 17, 2016 at 01:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top