লন্ডন, ১৯ ডিসেম্বর- যুক্তরাজ্যের লন্ডনে ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়ির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি স্থাপন করলেন প্রবাসী এক আওয়ামী লীগ নেতা। আফসার খান সাদিকের বাস পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল এলাকার একটি ব্যস্ত রোড সিডনি স্ট্রিটে। বাড়ির সামনে ছোট পরিসরের বাগানে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটি বসিয়েছেন তিনি। আওয়ামী লীগের উপদেষ্টা ও সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন শনিবার আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করেন। লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক বছর থেকেই তিনি এই পিতলের ভাস্কর্য স্থাপনের জন্য কাজ করছেন। ২০১৪ সালে নকশাটি দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অনুমোদনের জন্য আবেদন করেন। এই আবক্ষ মূর্তিটি স্থাপনে অনুমোদনের জন্যে লন্ডন সফরে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নকশা দেখান তিনি। ভারতে দুজন শিল্পী বঙ্গবন্ধুর এই ভাস্কর্য তৈরি হয়েছে বলে জানান সাদিক। তিনি বলেন, গত জুলাইয়ে মুর্তিটি লন্ডনে এলে বাড়ির সামনে স্থাপন করে ঢেকে রাখেন। আনুষ্ঠানিকভাবে এটি উন্মুক্ত করেন শনিবার দুপুরে। অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান এম শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন খান, জালাল উদ্দিন, আনোয়ারুজ্জামান চৌদুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আফসার খানের ব্যক্তিগত উদ্যোগ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ থেকে আলাদা কোনো স্থানে অর্থাৎ পাবলিক প্লেসে নিজস্ব অর্থে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি স্থাপন করতে পারি কি না তা ভেবে দেখছি। বেশ কয়েক বছর আগে লন্ডনের ক্যামডেন কাউন্সিল ও বাংলাদেশ সরকারের উদ্যোগে সেন্ট্রাল লন্ডনে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি স্থাপনের চেষ্টা করা হয়। সে সময় হাই কমিশনার ছিলেন সাইদুর রহমান খান। তবে যুক্তরাজ্য বিএনপির সমর্থকরা তখন ক্যামডেন কাউন্সিলে এ নিয়ে প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতর্কের সৃষ্টি করলে পরিকল্পনাটি ভেস্তে যায়। আর/১৭:১৪/১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hLilj3
December 19, 2016 at 11:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top