নিজস্ব প্রতিবেদক ● মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা জেলা ইজতেমা। গোমতী নদীর তীরে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে ২০ মিনিট স্তব্দ হয়ে উঠে গোমতীর চার পাশ। শনিবার বেলা ১১টা ৫৭মিনিট থেকে ১২টা ১৭ মিনিট পর্যন্ত আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের কাকরাইলের দায়িত্বশীল মুরুব্বি মোহাম্মদ হোসাইন আখেরী।
ইজতেমায় আখেরি মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়। এ সময় মুসল্লিদের ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা। লাখো জনতা ক্রন্দনরত অবস্থায় নত মস্তকে আল্লাহর দরবারে অতীত জীবনের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
ইজতেমায় বয়ানে মুরুব্বিরা বলেন, “নবী করিম সা. ইসলামের দাওয়াত দিয়েছেন। মানুষকে আখলাক দিয়ে জয় করেছেন। মহব্বত করেছেন। আদরের সঙ্গে মানুষকে দ্বীনের পথে ডেকেছেন। এ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী। আর আখেরাতের জিন্দেগি দীর্ঘস্থায়ী। তাই আমাদেরকে মেহনত করতে হবে দীর্ঘস্থায়ী জিন্দেগি নিয়ে। নিজেদের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে সবসময় প্রার্থনা করতে হবে। ”
বিশ্ব ইজতেমার অংশ হিসেবে কুমিল্লায় প্রথমবারের মতো শুরু হওয়া এ ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন, সৌদি আরব, জাপান, আমেরিকা এবং আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রায় চার লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।
এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকেই ইজতেমাস্থলের দিকে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আসতে থাকেন মুসল্লিরা। তাবলিগ জামাতের কাকরাইলের দায়িত্বশীল মুরুব্বি মোহাম্মদ হোসাইন আখেরী মোনাজাত পরিচালনাকালে গোমতী নদীর তীরে লাখো মুসল্লির ঢল নামে। গোমতী নদীর তীর এলাকা জনতার মহাসমুদ্রের রূপ ধারণ করে।
তিন দিনের ইজতেমাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছাকাছি আমতলী এলাকার গোমতী নদীর পাড়ের ইজতেমাস্থলসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ইজতেমায় শুরু থেকে আখেরি মোনাজাত সমাপ্তের পর ধর্মপ্রাণ মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পাঁচটি ওয়াচ টাওয়ার, ৩৬টি সিসি ক্যামেরা, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের সদস্যরাও কাজ করেছেন। এ ছাড়া ইজতেমা সফলভাবে শেষ করতে জেলা বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প, র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেছেন।
ইজতেমা সূত্র জানায়, ইজতেমা সফল করতে কুমিল্লার ১৬ উপজেলার তাবলিগ জামাতের নেতৃবৃন্দের আর্থিক ও স্বেচ্ছাশ্রমে গোমতী তীরবর্তী চর এলাকায় বিশাল প্যান্ডেল তৈরি করা হয় এবং উপজেলা ভিত্তিক মুসল্লিদের আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়। এ ছাড়া ১২ শতাধিক মাইক স্থাপন করা হয়। তিন দিনের ইজতেমায় বয়ানে অংশ নেন দেশের প্রখ্যাত আলেম ছাড়াও তাবলিগ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ। মুসল্লিদের ওজু, গোসল, শৌচাগার, রান্না থেকে শুরু করে সব ব্যবস্থাও গ্রহণ করা হয়।
The post আমিন’ আমিন’ ধ্বনিতে মুখরিত গোমতী appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2ii8GCy
December 31, 2016 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন