লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; ২ গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া

মোঃ আবুল কালাম ● লাকসামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দু’গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। গৃহবধু হালিমা বেগম (৪০) উপজেলার কান্দিরপাড় ইউপির ছনগাঁও গ্রামের মৃত বরন উদ্দিন ওরফে কালা মিয়ার স্ত্রী।

জানা যায়, গত কয়েক বছর পূর্বে কান্দিরপাড় গ্রামের আলী আশ্রাফের মেয়ে হালিমা বেগমকে পাশ্ববর্তী ছনগাঁও গ্রামের বরন উদ্দিন ওরফে কালা মিয়ার সাথে বিয়ে হয়। স্বামী মৃত্যুর আগে ২য় স্ত্রী হালিমার নামে ১৭ শতক সম্পত্তি দানপত্র এবং ওই সম্পত্তি স্বামীর ১ম স্ত্রী সন্তানদেরকে ভরন পোষন শর্তে দলিল দেয়া হয়। দলিলের পর থেকে স্বামীর ১ম স্ত্রীর সন্তানরা সৎ মা ভেবে হালিমাকে নানাভাবে নির্যাতন ও অবেহলা করতে থাকে।

সকালে হালিমা বেগমের আকস্মিক মৃত্যুর খবর দু’গ্রামে জানাজানি হলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই বিধবা মহিলার স্বাভাবিক কিংবা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে গ্রামের লোকজন নানা মন্তব্য করে। একপর্যায়ের ২ সৎ ছেলে আবদুর রহিম ও আবদুর রশিদ তাঁর ছোট মায়ের পিতার বাড়ী কান্দিরপাড় গ্রামে মৃত্যুর খবর জানাতে এলে তাদের সাথে ওই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে খবর পেয়ে ছনগাঁও গ্রামের ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম (চৌধুরী মেম্বার) সহ এলাকার কয়েকজন ওই বাড়ীতে যায়। এ সময় গৃহবধুর মৃত্যুর ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে বিধবা মহিলার স্বামীর বাড়ীর লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। সংবাদকর্মীদের উপস্থিতি তারা মেনে নিতে না পেরে আবারো একে অপরকে দোষারোপ করে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এতে দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধির ব্যবহৃত মোটর সাইকেলটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই মহিলার মৃত্যুর রহস্য ঘিরে সন্দেহের তীর স্বামীর বাড়ীর লোকজনের দিকে বলে এলাকার একাধিক লোকজন জানায়।

এ ব্যাপারে দুই গ্রামের স্থানীয় ওয়ার্ড মেম্বারদের মুঠোফোনে বারবার চেষ্টা করেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনাটি ধামাচাপা দিতে দু’গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানায়, ঘটনাটি বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি; তবে এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

The post লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; ২ গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2hDDkpc

December 31, 2016 at 11:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top