‘প’-এ পার্টি ‘স’-এ সাজ

১. বছর শেষের সন্ধে মানেই জমকালো সাজ। বন্ধুদের সঙ্গে হুল্লোড়। নয়তো সপরিবারে আউটিং। সাজে রকমফের আনতে রোজের কালো লাইনার বা কাজল সরিয়ে চোখ সাজান কালার লাইনার দিয়ে। অবশ্যই ড্রেসের সঙ্গে ম্যাচ করে।

২. আপনি টিনএজার? সাজে তাহলে থাকুক গ্লিটার। গোল্ডেন বা সিলভার রঙের গ্লিটার আই শ্যাডোর উপরে অল্প ছড়িয়ে নিন। সান্ধ্য সাজ কমপ্লিট।

৩. জামাকাপড়ের মতো লিপস্টিকেও এখন মিক্স অ্যান ম্যাচ চলছে। লাল বা ব্রাউন শেডের লিপস্টিকের উপর গোল্ডেন লিপস্টিক লাগান। পিঙ্ক বা পিচ শেডের উপর স্বচ্ছন্দে বুলিয়ে নিন সিলভার শেড। এতে মেটালিক এফেক্ট আসবে।

৪. চুলে কালার করতে চান? টিনএজ হলে কালারের বদলে হাইলাইট করুন। ত্রিশ পেরোলে ব্রাউন বা বার্গেন্ডির শেড বাছুন। আলাদা রূপ খুলবে।

৫. বছর শেষের সাজে শাড়ি, সালোয়ার নাই বা থাকল। পাতলা ছিপছিপে শরীর হলে অনায়াসে জিন্‌স গলিয়ে নিন। শরীর একটু ভারী হলে লং স্কার্ট বা পালাজো পরুন লং টপের সঙ্গে। দেখবেন, সঙ্গীর দেখার দৃষ্টিই বদলে গিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hCjoDr

December 31, 2016 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top