বিশ্বনাথে ২০৩টি কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

15392796_1393887870630606_3028937054757622035_o

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ২০৩টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইন বিকেল ৪ টায় শেষ হয়।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে বিশ্বনাথ উপজেলায় এবার উপজেলা ২৬ হাজার ৯শত ৭০ শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ২ হাজার ৮শত ১৮ শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের ২৪ হাজার ১শত ৫২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভাষ চন্দ্র মানি জানান, উপজেলায় অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ১৯২টি, স্থায়ী টিকাকেন্দ্র ১ টি, অতিরিক্ত টিকাকেন্দ্র ৮টি ও ভ্রাম্যমাণ ঠিকাকেন্দ্র রয়েছে ৩টি। মোট ২০৩টি কেন্দ্রে এই ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়। লক্ষ্যমাত্রার ৯৯% শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hxqplV

December 10, 2016 at 09:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top