মুম্বাই, ১২ ডিসেম্বর- অভিনয়ের খাতিরে পর্দায় অনেক কিছুই করতে হয় অভিনেত্রীদের। এর মাঝে ধর্ষণ দৃশ্য অন্যতম। এবার বলিউডের জনপ্রিয় তিনজন নায়িকা আলিয়া ভাট, সোনম কাপুর এবং আনুশকা শর্মা জানালেন, শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার এসব দৃশ্য করতে একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক আলোচনাসভায় তারা বলেন, এসব করতে গিয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তারা। এনএইচ টেন সিনেমাতে আনুশকা অভিনয় করেছিলেন এমন এক শহুরে নারীর চরিত্রে, যাকে নিগৃহিত হতে হয় খোলা রাস্তায়। ওই দৃশ্যগুলো করতে গিয়ে খুবই অস্বস্তিতে পড়েছিলেন বলেই জানান তিনি। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম ওই সিনেমার দৃশ্যগুলো করতে গিয়ে। সিনেমার জন্য দৃশ্যগুলো বাস্তবের মতো করতে হতো। এগুলো করার পর প্রায় ২ দিন আমি খুবই ভেঙে পড়েছিলাম। পেটে এবং শরীরে অনেক লাঠি, ঘুসি খেতে হয়েছিল। আমি শুধু ভাবছিলাম, মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে, ওইসব দৃশ্যে অভিনরেয়র অভিজ্ঞতা নিয়ে এমনটাই বললেন তিনি। আনুশাকার সাথে একমত আলিয়াও। উড়তা পাঞ্জাব সিনেমাতে গণধর্ষণের দৃশ্যে কাজ করতে গিয়ে একইরকম অনুভূতি হয়েছিল তারও। সত্যি বলতে ওসব দৃশ্য করাটা সহজ ছিল না। আমার মনে আছে, যখন সিনেমাতে ওই দৃশ্যগুলো করতে হচ্ছিল তখন আমাদের অনেক বেশি কৌশলী হয়ে কাজ করতে হয়েছিল। অনেক চিৎকার করতে হচ্ছিল, সবার সামনে এরকম ভাব করছিলাম যে, আরে এটা তো অভিনয়ই! কিন্তু মনে মনে চাইছিলাম, এটা কখন শেষ হবে! এই আলোচনাতেই সোনাম কাপুর জানান, শৈশবে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন সবাই তাদের শৈশবে যৌন নিপীড়নের মধ্য দিয়ে যায়। আমিও এরকম কিছুর শিকার হয়েছিলাম। এই ব্যাপারে আমি ২-৩ বছর কিছুই বলিনি। আমার স্পষ্ট মনে আছে ঘটনাটি। একজন লোক পেছন থেকে আমার বুকে হাত দিয়েছিল। আমি নড়াচড়া করতে শুরু করি, বুঝতে পারছিলাম না কি করবো। কাঁদতে শুরু করেছিলাম, আমি সেখানেই বসে ছিলাম এবং সিনেমা দেখা শেষ করে বাড়ি ফিরে যাই। আর/১০:১৪/২২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hdA7Ne
December 23, 2016 at 04:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন