পালিয়ে দ্বিতীয় বিয়েই কাল হল তানিয়ার

নাঙ্গলকোট প্রতিনিধি ● কেন তানিয়া বিষ পান করে মরলো। কে তার মৃত্যুর জন্য দায়ী? কি ছিলো তার মনের দূঃখ এই প্রশ্ন এখন সবার। জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডার পরিকোট গ্রামের জনৈক আব্দুল মতিনের ৪র্থ কন্যা মোসাঃ তানিয়া আক্তার (১৬) রবিবার বিষ পানে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানাযায়, একই গ্রামের পূর্ব পাড়ার মাছ বেপারী মনির হোসেনের সাথে বিগত ৫ মাস পূর্বে ১০লক্ষ টাকা দেন মোহরে উভয় পক্ষের সম্মতিক্রমে স্থানীয়ভাবে ইসলামী শরিয়া মোতাবেক তানিয়ার বিবাহ হয়।

পাশবর্তী শিবপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ছিলাবাড়ীর হায়াতুন্নবীর ছেলে মোঃ রাসেল (২২) মনিরের সাথে বিবাহের পূর্ব থেকেই তার প্রেমের সম্পর্ক চলছিল। যারই প্রেক্ষিতে বিয়ের ২১দিনের মাথায় প্রেমের টানে রাসেল তানিয়াকে নিয়ে পালিয়ে বিয়ে করে।

সরজমিন তদন্তে স্থানীয় পরিকোট গ্রামের রাসেলের ফুফাত ভাই মাসুদ ও  আবুল কাশেম পিতা-মৃতঃ দারগ আলীর  নিকট জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে জানান যৌতুকের জন্য নির্যাতনের কারনেই তানিয়া বিষ পান করে। বিষ পান করার পর তানিয়াকে লাকসাম শান্তা মেডিকেলে ভর্তি করে।

তানিয়ার অবস্থা গুরতর বিধায় উন্নত চিকিৎসার জন্য লাকসাম সরকারী হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার তানিয়াকে মৃত ঘোষনা করে। লাশ মেয়ের বাড়িতে নিয়ে আসলে মেয়ের অভিভাবকেরা তা গ্রহন করতে আপত্তি জানায়। এই সংবাদ লেখা পর্যন্ত নাঙ্গলকোট থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

The post পালিয়ে দ্বিতীয় বিয়েই কাল হল তানিয়ার appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2i5vIJy

December 19, 2016 at 12:41PM
19 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top