জকিগঞ্জ ওয়েলফয়ার এসোসিয়েশন ইউকের দেড়যুগ পূর্তি অনুষ্ঠিত ।

জকিগঞ্জ ওয়েলফয়ার এসোসিয়েশন ইউকের দেড় যোগ পূর্তি (১৬ বছর) ও রিক্সা বিতরন প্রকল্প ৩,এবং জনপ্রতিনিধিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান অনুষ্টান। img-20161226-wa0005

 

স্টাফ রিপোর্টার: লন্ডন অফিস ।

বাংলাদেশের বাহিরে প্রবাসে অবস্থানরত জাকিগঞ্জ বাসীর সব চেয়ে আদি ও ঐতিহ্যবাহী সংঘটন,লন্ডন প্রবাসীদের প্রিয় সংঘটন “জকিগঞ্জ ওয়েলফয়ার এসোসিয়েশন ইউকে” গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিয্যের দেড় যোগ পূর্তি (১৬ বছর)উপলক্ষে ও জকিগঞ্জ ওয়েলফয়ার এসোসিয়েশন ইউকের প্রতি বছরের মত বাৎসরিক কার্যক্রমের অংশ হিসাবে জকিগঞ্জ উপজেলায় অসহায় মানুষদের জন্য তৃতীয় বারের মত #রিক্সা বিতরন প্রকল্প_৩ এবং জকিগঞ্জ উপজেলার নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদানের উদ্ধুগ গ্রহণ করা হয়েছে.এ উপলক্ষে আগামী ২রা জানুয়ারী ২০১৭ ইংরেজি,রোজ-সোমবার,বেলা-১ ঘটিকার সময় স্থানীয় কালিগঞ্জ বাজারের চৌধুরী প্লাজার সম্মুখে এক বিশাল অনুষ্টানের আয়োজন করা হয়েছে.অনুষ্টান সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব হাসনাত চৌধুরী জানান-আমরা আশা করছি আমরা আমাদের বিগত ১৬ বছরের গৌরব উজ্জ্বল ইতিহাসের সকল রেকর্ড কে পিছনে ফেলে একটি ঐতিহাসিক সফল সুন্দর ও ভিন্ন মাত্রার অনুষ্টান উপহার দেব ইনশাআল্লাহ.এসব কিছু মাথায় রেখে অতীতের সকল অনুষ্টানের চেয়ে এবারের প্রকল্পের বিশাল  বাজেট ও ভিন্ন ধর্মী কার্যক্রম ও সকল প্রকার আয়োজন ইতিমধ্যে সু সম্পন্ন করা হয়েছে.ইতিমধ্যে দেশ বিদেশের বিশেষ করে জকিগঞ্জের সকল বিশিষ্ট ব্যক্তি বর্গকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাই উনাদের উপস্তিতি নিশ্চিত করেছেন.তাছাড়া উক্ত অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে যোগদানের জন্য সংঘটনের পক্ষ থেকে বাংলাদেশে যাচ্ছেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি-জনাব মসিউর রহমান শাহীন,সাধারন সম্পাদক জনাব শামীম শাহান,কোষাধ্যক্ষ জনাব মাওলানা মো: আব্দুল কুদ্দুছ,সহ-সভাপতি জনাব কমর উদ্দিন চৌধুরী পাপলু,সহ-সভাপতি জনাব মাওলানা আব্দুল আউয়াল হেলাল, যুগ্ম সাধারন সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, যুগ্ম সাধারন সম্পাদক জনাব একেএম মাসুম,সহ-সাধারণ সম্পাদক জনাব রাসেল আলম চৌধুরী বাবু,সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক আহদ ও সদস্য জনাব ছয়েফ খান। আমরা সংঘটনের পক্ষ থেকে জকিগঞ্জের সকল মানুষকে অনূষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে অনুষ্টানকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি.

 



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hx7LKo

December 30, 2016 at 11:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top