নাঙ্গলকোটে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

তাজুল ইসলাম ● নাঙ্গলকোট উপজেলার ভোলাইন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে এলাকায় আসলে রবিবার ভোলাইন স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ ও ব্যাপক শোডাউন অনুষ্ঠিত হয়।

আদ্রা উত্তর আওয়ামীলীগ আহবায়ক ও আদ্রা ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান খাঁন দোলনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রহমান। বক্তব্য রাখেন- আদ্রা উত্তর আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও আহত শিক্ষক মোশারফ হোসেন, আদ্রা উত্তর আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মাষ্টার জাহাঙ্গীর আলম, বাবুল মেম্বার, সৈয়দ আহম্মদ, আদ্রা দক্ষিন আওয়ামীলীগ সভাপতি লোকমান হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, আদ্রা দক্ষিণ যুবলীগ সভাপতি জুলহাস, আদ্রা উত্তর যুবলীগ সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রতন, আদ্রা দক্ষিণ ছাত্রলীগ সভাপতি তছলিমুর রহমান রুবেল, আদ্রা উত্তর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া, সাধারণ সম্পাদক পারভেজ প্রমুখ। পরে আহত শিক্ষক ও আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেনকে নিয়ে ১শটি মোটরসাইকেল, মাইক্রোবাস, পিক আপ ভ্যান নিয়ে আদ্রা, নাঙ্গলকোট, ওমরগঞ্জ এবং শাকতলী এলাকায় ব্যাপক শোডাউন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানান।

উল্লেখ্য গত ১৭ডিসেম্বর শনিবার বিকেলে ভোলাইন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও আদ্রা উত্তর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন নাঙ্গলকোট আসার পথে শাকতলী বাজারে আদ্রা উত্তর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান বাবুর নেতৃত্বে ছাত্রলীগ কর্মী আরিফ, মমিন, রায়হান সহ ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে মাষ্টার মোশারফ হোসেনের উপর সন্ত্রাসী হামলা চালায়।

The post নাঙ্গলকোটে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2hoEGG4

December 25, 2016 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top