তুরস্কে ১০ হাজার সামাজিক মাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধে তদন্ত

turkey20161225094003
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদে সমর্থনের সন্দেহে ১০ হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

ওই ব্যবহারকারীদের বিরুদ্ধে অনলাইনে সরকারি কর্মকর্তাদের অপমান করা অথবা মন্ত্রণালয়ের ভাষায়, সন্ত্রাসবাদ সম্পর্কিত কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংকল্পের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গত ছয় মাসে এ সংক্রান্ত অভিযোগে ৩ হাজার ৭১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এদের মধ্যে ১ হাজার ৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছ এবং ৮৪ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তুরস্কে প্রায় সময়ই টুইটার বা ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রবেশ বন্ধ করে দেয়া হয়। বিশেষ করে বোমা হামলার পর এটি বেশি ঘটছে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, এসব ব্ল্যাকআউটগুলো হিসেব-নিকেশ করেই করা হয় এবং জঙ্গি প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করার উদ্দেশ্যে এগুলো নকশা করা হয়েছে।

তবে তুরস্ক সরাসরি এটি অস্বীকার করলেও অতীতে কোন বড় ঘটনার পর ইন্টারনেটে এ ধরণের ব্ল্যাকআউটের জন্য অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কথা উল্লেখ করেছে সরকার।

গত সোমবার তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যার পরও ইন্টারনেট সেবায় বড় ধরণের বিঘ্ন ঘটেছে।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hDHfjo

December 25, 2016 at 09:52AM
25 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top