টোকিও, ডিসেম্বর- মিয়ানমার, ভারত ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে জাপানের রাজধানী টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শূন্য হিমাঙ্কের কনকনে শীত উপেক্ষা করে গতকাল রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় টোকিওর শহীদ মিনার প্রাঙ্গণে (ইকেবুকরো নিশিগুচি কোয়েন) সমবেত হয়েছিলেন প্রায় দুই শ প্রবাসী। জাপানে প্রবাসীদের স্মরণকালের বৃহৎ এই সমাবেশে দল মত ধর্ম নির্বিশেষে সবাই হাতে প্লাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে নির্যাতিত রোহিঙ্গাসহ ভারত ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যারা নির্যাতনের শিকার তাদের সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। জাপান পুলিশের অনুমতি নিয়ে প্রবাসী সাংবাদিকদের আহ্বানে প্রবাসী কমিউনিটির প্রায় সকল নেতারা এই মানবিক আবেদনে সহযোগিতা করেন। সেদিনের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলো সংক্ষিপ্ত করে তারা এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সমবেত হন। সদ্যপ্রয়াত প্রবাসী সঞ্জয় দত্তের মরণোত্তর ধর্মীয় অনুষ্ঠান থেকেও হিন্দু ধর্মাবলম্বী অনেকেই ছুটে আসেন। এসেছিলেন জাপানপ্রবাসী বেশ কয়েকজন মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানও। ছুটির দিন ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে টোকিও থেকে বেশ দূর ইবারাকী ও গুনমা জেলার বেশ কয়েকজন প্রবাসীকেও শহীদ মিনার প্রাঙ্গণে দেখা গেছে। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের পরেও অনেকে এসে অংশগ্রহণ করতে না পেরে আফসোস করেন। অনেকে ফোন করে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। জাপানি পুলিশদের বিধিবদ্ধ পর্যবেক্ষণসহ অনেক জাপানিদের কৌতূহলী প্রশ্নের জবাব দিতে হয় আয়োজকদের। বিশেষ করে জাপানে সদ্য রাষ্ট্রীয় সফরে আসা ও জাপানিদের কাছে বিশেষ সম্মানীয় শান্তিতে নোবেলজয়ী আং সান সুচির প্রতি জাপানি, ইংরেজি ও বাংলায় লিখিত পোস্টার ও প্লাকার্ড তাদের কৌতূহলী করে তোলে। আর/১৭:১৪/১২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hwtRkG
December 13, 2016 at 06:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top