বিভিন্ন কর্মসূচিতে কুমিল্লা মুক্ত দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক ● বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে কুমিল্লা মুক্ত দিবস।

জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে কুমিল্লা টাউনহল প্রাঙ্গণে জাতীয় পতাকা, একাত্তরের পতাকা, মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা ও ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবসের পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল ও ডেপুটি জেলা কমান্ডার নন্দন চৌধুরী।

পরে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিকেলে টাউনহল মাঠের মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

The post বিভিন্ন কর্মসূচিতে কুমিল্লা মুক্ত দিবস উদযাপন appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2h7rLEq

December 08, 2016 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top