দাউদকান্দিতে বরযাত্রীর গাড়িতে ডাকাতি

দাউদকান্দি প্রতিনিধি ● দাউদকান্দিতে বরযাত্রীর গাড়িতে ডাকাতি করে ১০ভরি স্বর্ণলংকারসহ প্রায় ৫লাখ টাকার মালমাল লুট করা হয়েছে। এ ঘটনায় বরসহ আহত হয়েছেন ৭ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা মতলব-বিটেশ্বর সড়কের মারুকা ইউনিয়নের খামাড়পাড়া গ্রামে। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে পুলিশ অভিযান চালিয়ে ২জনকে আটক করে।

আটকৃতরা হলো- খামারপাড়া গ্রামের সেকান্দরের ছেলে আলা-আমিন (২৫) ও নুরু মিয়ার ছেলে ইয়াছিন (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি মাইক্রোবাস যোগে চাঁদপুর জেলার মতলব উপজেলার বকচর গ্রামের মুকবুল হোসেনের ছেলে বর হাছান তালুকদার বরযাত্রী নিয়ে বেশে দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামে তিনচিটা গ্রামের বিল্লাল হোসেনের কন্যাকে বিয়ে করতে আসে। ওই সময় গাড়ি দুটি খামারপাড়া নিকট আসলে সেকান্দরের নেতৃত্বে একদল ডাকাত বরযাত্রীর গাড়ি প্রতিরোধ করে। তখন বরযাত্রীর কয়েকজন তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা কর এ সময় ডাকাতদলের ৮/৯জন বরযাত্রীর গাড়িতে হামলা করে।

বরযাত্রী হাসান মহিলাসহ ১৩/১৫জনকে গাড়ি থেকে নামিয়ে তাদের সঙ্গে থাকা নববধুর জন্য নেওয়া ১০ভরি স্বর্ণালংকাসহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাদের হামলায় বর যাত্রীসহ ১০/১২জন যাত্রী আহত হয়। তাদের চিৎকারে আশে-পাশের লোক এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। মডেল থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার কণের বাড়িতে নিয়ে আসে। এ সময় পুলিশ ডাকাতদলের দুই সদস্যকে আটক করে।

মডেল থানা উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, বরযাত্রী গাড়িতে ডাকাতি ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তাদেরকে উদ্ধার কনের বাড়িতে নিয়ে আসি। ওই সময় ঘটনাস্থল থেকে আমার দুইজনকে আটক করেছি। বরযাত্রীদের অভিযোগের পেক্ষিতে তাদের মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হবে।

The post দাউদকান্দিতে বরযাত্রীর গাড়িতে ডাকাতি appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2iCrk9f

December 28, 2016 at 11:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top