মুম্বাই, ২৯ ডিসেম্বর- কিল দিল, হ্যাপি এন্ডিং চলেনি। তাই এবার অ্যাকশন-কমেডি ফ্লিক নিয়ে আসছেন গোবিন্দা। ছবির নাম আ গ্যয়া হিরো। ছবিটি পরিচালনা করছেন দীপঙ্কর সেনাপতি, প্রযোজনা করছেন গোবিন্দা নিজেই। ছবির গল্পও তার। প্রিয় বন্ধুর ফের বলিউডে পা রাখার চেষ্টাকে স্বাগত জানিয়েছেন সালমান খান। টুইটারে তিনি লিখেছেন আগে শোনা গিয়েছিল, কোনও কারণে আর বনছে না সলমন-গোবিন্দার। কিন্তু সালমানের পোস্টে পরিষ্কার, তাদের সম্পর্কে এখনও যথেষ্ট উষ্ণতা রয়েছে। আর/১৭:১৪/২৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iI08C8
December 30, 2016 at 12:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top