হায়দ্রাবাদ, ০৯ ডিসেম্বর- ভারতে চলছে অর্থনৈতিক মন্দা। সম্প্রতি দেশটিতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হওয়ায় নিজেদের পারিশ্রমিক নিয়ে চিন্তায় পড়েছেন বিশ্ব টেনিসের মহা দুই তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস! এ কারণে আসন্ন আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লীগে (আইপিটিএল) খেলবেন না তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই তারকার না খেলার খবর নিশ্চিত করেন ভারতের টেনিস তারকা ও আইপিটিএলের প্রধান মহেশ ভূপতি। আসন্ন টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নিবে। এরমধ্যে ভারতের দল ইন্ডিয়ান এসেসের হয়ে হায়দ্রাবাদে খেলার কথা ছিলো ফেদেরার। আর সেরেনার খেলার কথা ছিলো সিঙ্গাপুরের দল সিঙ্গাপুর স্ল্যামার্সে। কিন্তু বর্তমানে ভারতে অর্থনৈতিক মন্দা চলায় খেলবেন না ফেদেরার ও সেরেনা। বিশ্ব টেনিসের এই দুই তারকা খেলোয়াড়ের সামনে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন টুর্নামেন্টের প্রধান ভূপাতি। তিনি বলেন, ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভাল নয়। তাই ফেদেরার ও সেরেনাকে ভারতের পরিস্থিতির কথা জানানো হয়েছে। তারা বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছেন। তাই তাদের মতো করেই তারা সিদ্বান্ত নিয়েছেন। গেল দুই মৌসুমে তারা আইপিটিএলকে দারুণভাবে সমর্থন দিয়েছিল এবং আশা করছি ভবিষ্যতেও দেবে। হায়দ্রাবাদে আগামীকাল থেকে এই লীগ শুরু হবে। তবে এবার ফেদেরার-সেরেনার মত বড় তারকাদের ছাড়াই শুরু করতে হবে আয়োজক কমিটিকে। তারপরও তারকা বলতে এবারের আসরে আছেন র্যাংকিংয়ে ৫ নম্বরে থাকা জাপানের কেই নিশিকোরি ও দশ নম্বরে থাকা চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। আর/১০:১৪/০৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gijqBf
December 09, 2016 at 04:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top