বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান, বগুড়া এস আই সুমন) : বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়কে সার্ক এর সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় শনিবার দুপুরে এলাকা পরির্দশনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। আগামী ২১ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে তিনি মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের সচিব আকতারী মমতাজ, প্রত্নতাত্বিক অধিদপ্তরের পরিচালক আলতাফ আলী, মন্ত্রীর একান্ত সচিব ও উপ-সচিব সরদার কেরামত আলী, উপ-সচিব নজরুল ইসলাম, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আকতার হোসেন, পর্যটন কর্পোরেশনের পরিচালক মিজানুর রহমান, বগুড়া জেলা পরিষদ এর প্রশাসক ডা: মকবুল হোসেন, প্রত্নতাত্বিক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, বগুড়ার এডিসি আশরাফুজ্জামান, এনডিসি সঞ্জয় কুমার মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, টিএমএস এস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোস্তাফিজুর রহমান, ইন্সপেক্টর তদন্ত কামরুজ্জামান, শিবগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, এস আই জাহিদ, মুকুল কুমার বর্মণ, মুক্তার হোসেন প্রমুখ। এসময় আওয়ামী লীগের সহযোগি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
from বগুড়া সংবাদ http://ift.tt/2fWKsck
December 03, 2016 at 09:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন