গোলাম মোস্তফা ● মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচি মিয়ানমার অভিমুখে লংমার্চ পালনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে বাঁধা দেয় পুলিশ। পুলিশি বাঁধার মুখে লংমার্চ কর্মসূচি পন্ড হয়ে যায়। রোববার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আয়োজনে ওই লংমার্চ কর্মসূচি শুরু হয়। চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে অবস্থান নেয়। এসময় চান্দিনা থানা পুলিশের এস.আই রাহাত সিদ্দীকীর নেতৃত্বে থানা পুলিশ কর্মসূচিতে বাঁধা দেয়। পুলিশ উপস্থিত নেতাকর্মীদের জানান কেন্দ্রীয়ভাবেই কর্মসূচিটিতে নিষেধাজ্ঞা রয়েছে। এক পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা মোনাজাত দিয়ে কর্মসূচিটি সংক্ষিপ্ত আকারে শেষ করে দেয়। এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, চান্দিনা পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাওলানা খায়রুল ইসলাম ফরাজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন খোকা প্রমুখ।
The post চান্দিনায় পুলিশি বাঁধায় মিয়ানমার অভিমুখে লংমার্চ পন্ড appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hIrbjI
December 18, 2016 at 05:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন