আর্ন্তজাতিক অপরাধ জগতের সঙ্গে যুক্ত সন্দেহে ধৃত

খড়িবাড়ি, ৫ ডিসেম্বরঃ আর্ন্তজাতিক অপরাধ জগতের সঙ্গে যুক্ত সন্দেহে  এক ব্যক্তিকে শিলিগুড়ির দুর্নীতিদমন শাখা গ্রেফতার করল। ওই ব্যক্তিকে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রণবিজয় সিংহ। তিনি পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে। তদন্তকারীদের ধারণা, ধৃতের সঙ্গে আইএসআই–এর যোগাযোগ রয়েছে। বিহারের সিওয়ান জেলার জিরাদেই এলাকার বাসিন্দা এই যুবক রাজস্থানের জেআরএন বিশ্ববিদ্যালয় থেকে বিটেক পাশ করেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ার হিসাবে কাতার ও ওমানে চাকরি করেছেন। গত বছর ওই ব্যক্তি শিলিগুড়িতে আসেন। তদন্তকারীরা জানিয়েছেন, আসারুল্লা আনসারি নামে এক ব্যক্তি তাঁকে শিলিগুড়িতে নিয়ে আসেন। দুর্নীতিদমন দমন শাখা দীর্ঘদিন ধরেই রণবিজয়ের খোঁজ করছিল। এদিন বিকেলে দুর্নীতিদমন শাখার ইন্সপেক্টর বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পানিট্যাঙ্কি এলাকার দীপেন্দ্র ছেত্রির বাড়ি থেকে রণবিজয়কে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে পাঁচটি জিএসএম মেশিন, চারটি ল্যাপটপ, একই নামে তিনটি ভোটারকার্ড, ছ’টি এটিএম কার্ড, এটিএম  সোয়াইপ মেশিন, প্রচুর পেনড্রাইভ ও কার্ড রিডার মিলেছে। তাঁর মোবাইলে মেলা সাংকেতিক বার্তাগুলিকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, চিন, দুবা‌ই, আমেরিকার মতো বিভিন্ন জায়গা থেকে প্রায়ই রণবিজয়ের কাছে প্রচুর ফোন আসত। দার্জিলিংয়ের পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, ‘পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবক কেন পানিট্যাঙ্কিতে ডেরা বেঁধেছিলেন তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।’



from Uttarbanga Sambad http://ift.tt/2gcwFBO

December 06, 2016 at 12:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top