পৌরসভার বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের ফুড অফিস মোড় থেকে অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এতে চাঁপাইনাববগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে সমাবেশে মিলিত হয়। প্রতিরোধ কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কমিটি সদস্য এ্যাড. মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনির, রেজাউন নবী তপু, এ্যাড. রবিউল ইসলাম, আবু হেনা বাবলু, শাহজামাল। বক্তরা অবিলম্বে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বাতিল, পৌর কর সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশসহ ৭দফা বাস্তবায়নের দাবি জানান। সমাবেশ থেকে জানানো হয়, অবিলম্বে দাবীসমূহ বাস্তবায়ন না হলে আগামী ২৯ ডিসেম্বর শহরের মুজিব চত্বরে সমাবেশ করে পৌরসভা ঘেরাও কর্মসুচি ঘোষণা করা হবে।
পরে পৌর মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১২-১৬



from Chapainawabganjnews http://ift.tt/2hW90Ez

December 20, 2016 at 10:01PM
20 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top