ঢাকা, ৩০ ডিসেম্বর- জাতীয় লিগের চলতি আসরে সিলেট বিভাগের বিপক্ষে বৃহস্পতিবার ডাবল সেঞ্চুরি হাঁকান নাসির হোসেন। ৩৪৩ বলে করেন ২০১ রান। তার এই দ্বি-শতকে কিছুটা হলেও জবাব দিতে পেরেছেন নির্বাচকদের। দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাসির হোসেন। জানান, পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে চান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট তো অবশ্যই, বৃহস্পতিবারের ইনিংসটাই নাসিরের ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২৪ চার আর ৩ ছয়ে ৩৪৩ বলে ২০১ রানের ঝলমলে ইনিংস তাই অনেক দিন মনে থাকবে জাতীয় দলের বাইরে থাকা এ অলরাউন্ডারের। চলমান নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলেও ছিলেন না নাসির হোসেন। দলের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম ওয়ানডেতে সুযোগ না পেলেও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পান নাসির। দুই ম্যাচে যথাক্রমে ২৭ ও ৪ রান করেন তিনি। তবুও নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক দলে তার ঠাই না পাওয়াটা একটু প্রশ্নবিদ্ধ বটেই।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2huzdJ1
December 30, 2016 at 04:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top