তিনি বুঝিয়ে দিলেন সমালোচকদের কী ভাবে চুপ করিয়ে দিতে হয়। তিনি দেখিয়ে দিলেন চাপের মুখেও কী ভাবে ভেঙে না পড়ে সেরাটা নিংড়ে বের করে দিতে হয়। তিনি প্রমাণ করে দিলেন, সেরা কে। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বছর শেষে ছুটির দিনগুলোয় সিআর সেভেন এখন তুরীয় মেজাজে। কখনও সমালোচকদের তুলোধোনা করছেন, কখনও বড়দিনের পরে কেনা নতুন মার্সিডিজের ছবি পোস্ট করছেন, তো কখনও স্পনসরের চ্যালেঞ্জে বুঝিয়ে দিচ্ছেন প্রবল চাপ কী ভাবে সামলাতে হয়। ব্যালন ডিঅর জেতার পরে দুবাইয়ে গ্লোবাল সকার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজম্যান, জেমি ভার্ডিদের টপকে সেরার পুরস্কার তুলে নিয়ে রোনাল্ডো বলেন, সব মিলিয়ে এ বছরটা এখনও পর্যন্ত আমার জন্য সেরা। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি রিয়াল মাদ্রিদের হয়ে। পর্তুগালের হয়ে প্রথম বড় কোনও ট্রফি জিতেছি। ব্যালন ডিঅর, ক্লাব বিশ্বকাপও। এর চেয়ে বেশি কী চাইতে পারি! সঙ্গে তিনি আরও যোগ করেছেন, যাঁদের আমার আর পর্তুগাল টিমের যোগ্যতা নিয়ে সন্দেহ ছিল তাঁরা এখন প্রমাণ হাতে পেয়ে গিয়েছেন। আমরা সব জিতেছি। বছরটা দারুণ কাটল। আমি খুব খুশি তাই। জাতীয় দল, রিয়াল মাদ্রিদের সতীর্থদের ধন্যবাদ। সিআর সেভেনের স্পনসরের প্রশ্নটা ছিল আরও চমকপ্রদ। চাপের মুখে ভেঙে না পড়ার চ্যালেঞ্জের। কী ভাবে প্রমাণ করবেন এ মরসুমে প্রচণ্ড চাপে থাকলেও আপনি ভেঙে পড়েননি? সেটাও দুরন্ত শটে একেবারে জালে জড়িয়ে দিলেন পর্তুগালের মহাতারকা এ বছর ৬২০ ঘণ্টা প্র্যাকটিস করেছি। ৬২৫ মিনিট ইউরো কাপে মাঠে ছিলাম। আমরা চ্যাম্পিয়ন। ২৭০০০ সেকেন্ড চ্যাম্পিয়ন্স লিগে কাটিয়েছি। সেটাতেও আমরাই চ্যাম্পিয়ন। আর কী প্রমাণ চাই? ছুটির মেজাজ থেকে এ বার অবশ্য ফের ট্রেনিংয়ে ফিরতে হবে। সেখানেও চমক। নিউ বিস্ট। ইনস্টাগ্রামে নিজের নতুন গাড়ির ছবি পোস্ট করে ঠিক এটাই নাম দিয়েছেন সিআর সেভেন। বিশ্ব ফুটবলে সিআর সেভেনও তো তাই-ই। দ্য বিস্ট। দৈত্য। আর/১০:১৪/২৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hzCf3p
December 30, 2016 at 04:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top