বিষণ্ণ কোচবিহারের কার্ড ব্যবসায়ীরা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কোচবিহারঃ একটা সময় ছিল যখন পয়লা জানুয়ারির আগে আগে বিভিন্ন দোকানে গ্রিটিংকার্ড কেনার ধুম পড়ে যেত। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে সব আজ অতীত। ফেসবুক, হোয়াটস অ্যাপের যুগে লোক ভুলেই গেছেন গ্রিটিংকার্ডকে। তবুও কার্ড ব্যবসায়ীরা প্রতিবছরই নিয়ম মেনে নতুন বছরের আগে গ্রিটিংকার্ড সাজিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যবসা ভালো নয়, জানাচ্ছেন তাঁরা।

কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের গ্রিটিংকার্ড বিক্রেতা পুলক সরকার, বাপী নিয়োগী সহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, দু-চার বছর আগেও যে হারে কার্ড বিক্রি হত এখন আর সেইভাবে বিক্রি হয়না। তাও প্রতিবছরই কার্ড সাজিয়ে রাখেন। কিছু কার্ড বিক্রিও হয়। এখন সবাই ফেসবুক বা হোয়াটস অ্যাপেই ব্যস্ত বলে জানান তাঁরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2iqUvsN

December 28, 2016 at 10:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top