চ্যানেল আইর স্টিকার লাগানো গাড়িতে গাঁজা!

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শিমপুর এলাকা থেকে চ্যানেল আই এর স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে ১শ কেজি গাঁজাসহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত সুমন বরুড়া উপজেলার মির্জা নগর খালের পাড় এলাকার মৃত আবদুল বারেকের পুত্র।

সে বিভিন্ন সময়ে চ্যানেল আই এর স্টিকার লাগিয়ে পুলিশকে ধোঁকা দিয়ে কুমিল্লা সীমান্ত থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিল।

জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীন কাদীরের নেতৃত্বে অভিযান চালিয়ে শিমপুর চৌমুহনীতে চ্যানেল আই এর স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থামায়। পরে গাড়ীতে তল্লাশী চালিয়ে বস্তা ভর্তি ১শ কেজি গাঁজা উদ্ধার করে।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহউদ্দিন বলেন, চ্যানেল আই এর স্টিকার লাগানো একটি মাইক্রোবাস গাঁজাসহ আটক করা হয়েছে। পরে আটককৃতকে জিজ্ঞাসাবাদ করলে সে ঢাকার উদ্দেশ্যে এসব গাজা নিয়ে যাচ্ছিল বলে জানায়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

The post চ্যানেল আইর স্টিকার লাগানো গাড়িতে গাঁজা! appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2hAn6gX

December 19, 2016 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top