তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি-অস্ত্রের আঘাতে জখম ১৩

ইসলামপুর, ৮ ডিসেম্বরঃ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর থানার বাটুগছ এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে ১৩ জন জখম হয়েছে। তাদের মধ্যে একজনের পায়ে পাইপগানের গুলি ঢুকে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিত্সকরা। জখমদের মধ্যে চারজনের মাথায় ছররা গুলি লাগায় তাদের সিটিস্ক্যানের জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের ইসলামপুর হাসপাতালেই চিকিত্সা চলছে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথেচ্ছ বোমাবাজি করে দু-পক্ষই। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এলাকার পরিবেশ থমথমে। ইসলামপুরের প্রাক্তন বিধায়ক তৃণমূলের আবদুল করিম চৌধুরির অভিযোগ, সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল নিজের প্রভাব বিস্তার করতে এলাকায় এই ধরনের সন্ত্রাসে মদত দিচ্ছেন। পুলিশের ভূমিকাও ভালো নয়। কানাইয়ালাল আগরওয়াল অবশ্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সংঘর্ষে গুলি চলার কথা স্বীকার করেছে। এলাকায় পুলিশি টহল চলছে। শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2ghoscj

December 09, 2016 at 02:36PM
09 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top