বিশ্বনাথে শিরনী বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা : আটক ১

index-20

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে গত শুক্রবার মসজিদে শিরনী বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার বিকেলে চান্দভরাং গ্রামের রুহেল মিয়া বাদি হয়ে গ্রামের মনির আলীকে প্রধান আসামি করে ৯জনের নাম উল্লেখ করে আরও ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং ১২।

এদিকে, মামলা দায়েরের পর থানা পুলিশ মনসুর আলী নামের এক আসামিকে গ্রেফতার করেছে। তিনি চান্দভরাং গ্রামের মনির আলীর পুত্র। মঙ্গলবার ভোর বেলায় আসামির নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপি্এম বলেন, মামলার এক আসামি মনসুরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার বাদ জুম্মা উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের মসজিদ প্রাঙ্গনে গ্রামের মনির মিয়া ও রুহেল মিয়ার লোকজনের মধ্যে শিরনী বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অনন্ত ১০জন আহত হন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2idFOMn

December 27, 2016 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top