ফের তুরস্কে বিস্ফোরণ, নিহত ১৩ সেনা

ইস্তানবুল, ১৭ ডিসেম্বরঃ মধ্য তুরস্কে সেনাবাহিনীর বাস লক্ষ করে হামলা চালানো হল। বিস্ফোরণে প্রাণ হারালেন ১৩ জন সেনা। ঘটনায় জখম হয়েছেন আরও ৪৮ জন। শনিবার সকালে সপ্তাহান্তের ছুটিতে বাসে চেপে যাচ্ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। কায়সেরির এরসিএস বিশ্ববিদ্যালয়ের সামনে বাসটিকে লক্ষ করে এগিয়ে আসে এক বিস্ফোরকবোঝাই গাড়ি। এরপরই বিস্ফোরণের জেরে নিমেষে আগুন ধরে যায় বাসটিতে। ছিন্নভিন্ন হয়ে যায় জওয়ানদের দেহ। কোনো জঙ্গি সংগঠন এদিনের হামলার দায় স্বীকার করেনি। হামলার খবর পাওয়ার পর কায়সেরি শহরের উদ্দ্যেশে রওনা দেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। উল্লেখ্য, গত সপ্তাহেই ইস্তানবুলের ফুটবল স্টোডিয়ামের বাইরে জোড়া বিস্ফোরণে প্রাণ হারান ৪০ জন। জুনে আতাতুর্ক বিমানবন্দরে আইএস-এর আত্মঘাতী হামলায় নিহত হন ৪৭ জন।



from Uttarbanga Sambad http://ift.tt/2gOyemr

December 18, 2016 at 04:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top