বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন নরেন্দ্র মোদি

নিউইয়র্ক, ৫ ডিসেম্বরঃ চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন নরেন্দ্র মোদি। টাইম্ ম্যাগাজিনের অনলাইন সমীক্ষায় এমনই ফল প্রকাশিত হল। জনপ্রিয়তার নিরিখে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশ্বের মধ্যে কে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, তা জানতে প্রতি বছরই সমীক্ষা করে টাইম্। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। অনলাইনের মাধ্যমে এ বছরের ভোটাভুটি হয় এবং রবিবার মধ্যরাতে ভোটগ্রহণ পর্ব শেষ হয়। সোমবার ভোটের ফলাফলে দেখা যায়, ১৮ শতাংশ ভোট পেয়ে সকলের শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর পরে রয়েছেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং উইকিলিক্‌স-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। তাঁরা সকলেই ৭ শতাংশ ভোট পেয়েছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2gYVJ0a

December 05, 2016 at 09:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top