ইন্দোনেশিয়ার পূর্ব জাভার একটি সক্রিয় আগ্নেয়গিরি। নাম মাউন্ট ব্রোমো। এই আগ্নেয়গিরির ওপর তারাগুলো যেন ঘুরছে।
টাইম-ল্যাপস্ ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছেন মালয়েশিয়ার ফটোগ্রাফার গ্রে চৌ।
তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের অনেক ছবি তুলেছেন।
মহাকাশের ছায়াপথের নীচে পড়ে থাকা এই নৌকার ছবিটি গ্রে চৌ তুলেছেন তার নিজের বাড়ি তেরেঙ্গানুতে। এটি দক্ষিণ চীন সাগরের কূলে।
মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় এক সব্জি ক্ষেত থেকে তোলা ছায়াপথের ছবি।
ছায়াপথ নক্ষত্রপুঞ্জের একটি কক্ষে পৃথিবী ঘুরছে। নক্ষত্রপুঞ্জের একটি শাখায় আমাদের সৌরমন্ডল। এই নক্ষত্রপুঞ্জে তারার সংখ্যা ১০ হাজার কোটি।
নীচের এই ছবিটি তোলা হয়েছিল সূর্যোদয়ের ঠিক আগে। ইন্দোনেশিয়ার কাওয়াহ্ ইজেন আগ্নেয়গিরি থেকে সালফার বাষ্প বের হয়। বাতাসে মেশার আগে এই বাষ্প থেকে নীলাভ আলো বের হয়।
গ্রে চৌ বলছেন, প্রথমবার যখন তিনি ছায়াপথ দেখেন, তখন তার মনে হচ্ছিল সিনেমার স্পেশাল-এফেক্টস দেখছেন।
তিনি বলেন “রাতের আকাশের ছবি তোলার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করা যায় না।”
নীচের ছবিটি তোলা হয়েছিল মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে মাউন্ট কিনাবালু পর্বত শীখর থেকে।
শেষ ছবিটিও তোলা হয় মাউন্ট কিনাবালু থেকে।
গ্রে চৌ জানান ক্যামেরা এবং অন্যান্য সাজ-সরঞ্জাম নিয়ে আট কিলোমিটার পথ হেঁটে তাকে ১৩,৪৩৫ ফুট উঁচু পর্বত শীখরে পৌঁছাতে হয়।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hhx073
December 13, 2016 at 01:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.