জলপাইগুড়ি, ৮ ডিসেম্বরঃ ন্যাকের পরিদর্শনকারী দল আসার আগেই জলপাইগুড়ির আনন্দচন্দ্র (এসি) বিএড কলেজকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বি এড-এর পর এবার এম এড পাঠক্রম চালু করার আশায় কলেজ কর্তৃপক্ষ। চলতি মাসের ১২-১৩ তারিখে ন্যাকের প্রতিনিধিদল পরিদর্শনে আসার কথা।
বর্তমানে ৭ জন স্থায়ী অধ্যক্ষ ও ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে বি এড কলেজের পড়াশোনা চলছে। ন্যাকের প্রতিনিধি দল কলেজের সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখবেন। কলেজের উপস্থিতির রেকর্ড ঠিক রাখতে বায়োমেট্রিক যন্ত্র বসানো হয়েছে। রং করা হচ্ছে সমগ্র কলেজকে। পঠন-পাঠন পরিকাঠামো কে ডিজিটাইজেশন করার চেষ্ঠা করা হচ্ছে। কলেজকে সাজানো হয়েছে অত্যাধুনিক সরঞ্জামের সঙ্গে। কলেজের অধ্যক্ষ ডঃ শুভেন্দু ভূষণ মোদক জানান, ইতিমধ্যে কলেজে এম এড চালুর জন্য এনসিটিই-এর দল ঘুরে গিয়েছেন। এবার ন্যাকের পালা।
from Uttarbanga Sambad http://ift.tt/2gfTS7U
December 08, 2016 at 09:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন