পালমাইরা শহর আবার ইসলামিক স্টেটের দখলে

palসিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গীরা আবার প্রাচীন শহর পালমাইরার নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে।
এর আগের দিনই রুশ জঙ্গী বিমানের বোমাবর্ষণ করে তাদের ওই শহর থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল।
হমস প্রদেশের গভর্নর তালাল বারাজি বলেছেন, সরকারি বাহিনী শহর থেকে বেরিয়ে গেলেও এখন তারা তাবার ইসলামিক স্টেটকে হটিয়ে দেবার জন্য নতুন করে দলবদ্ধ হচ্ছে।
এর আগে শনিবার রাশিয়ার সরকার বলেছিল যে আইএস জঙ্গীদের তারা ঐ শহর থেকে হঠিয়ে দিয়েছে।
মস্কোতে রুশ প্রতিরক্ষা দফতর বলেছিল, জঙ্গী বিমান থেকে ৬৪ বার চালানো হামলায় ৩০০ জঙ্গী নিহত হয়েছে, এবং ১১টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, পালমাইরা শহরটি ২০১৫ সাল থেকে দখল করে রেখেছিল আইএস। গত মার্চে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়।
সপ্তাহের শুরুতে পালমিরায় প্রবেশের জন্য আবার আক্রমণ শুরু করে আইএস এবং শনিবার তারা শহরটিতে প্রবেশে সমর্থ হয়।
এর পর ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাশিয়ার ‘তীব্র’ বিমান হামলার কারণে আইএস সেখান থেকে সরে গিয়ে শহরের উপকণ্ঠের কিছু ফলের বাগানে আশ্রয় নেয়।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gzIPVr

December 11, 2016 at 09:46PM
11 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top