লাকসাম পৌরসভা মেয়রকে সৌদি আরবে উষ্ণ সংবর্ধনা

ফারুক আল শারাহ ● লাকসাম পৌরসভার মেয়র প্রফেসর মোঃ আবুল খায়ের স্ব-পরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলে তাকে ব্যতিক্রমী সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী ফোরাম, সৌদি আরবের উদ্যোগে ৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবধা অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে স্থানীয় সুরাইয়া মক্কা মোকারমায় অনুষ্ঠিত হয়। মনোহরগঞ্জের কৃতি সন্তান, সৌদি আরবের সুনামধন্য ব্যবসায়ী, মক্কা যুবলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর মোঃ মিজানুর রহমান সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত লাকসাম পৌরসভার মেয়র প্রফেসর মোঃ আবুল খায়ের। লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি এইচ.এম মোশারফ কাঞ্চন ও মক্কা যুবলীগ নেতা মনির হোসেন শিমুল এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেদ্দা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল খাঁন, মক্কা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব ও আবদুল খালেক মুন্সী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সৌদি আরবস্থ জনপ্রিয় আওয়ামীলীগ নেতা পিন্টু খাঁন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসেন, সালেহ আহম্মদ সহ সৌদি আরবস্থ লাকসাম-মনোহরগঞ্জের বিপুল সংখ্যক আওয়ামীপ্রেমী।

সংবর্ধিত অতিথি লাকসাম পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের তাঁর বক্তব্যে বলেন- প্রাণপ্রিয় নেতা মোঃ তাজুল ইসলাম এমপি’র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয়ে আমি লাকসাম পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। প্রিয় নেতার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে লাকসাম পৌরসভার উন্নয়নে আমি নিরলস কাজ করে যাচ্ছি। তিনি বলেন- অতীতের যে কোন সময়ের চেয়ে উন্নয়নে দুর্বার এগিয়ে যাচ্ছে লাকসাম পৌরসভা। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে লাকসাম পৌরসভা হবে একটি মডেল পৌরসভা।

প্রফেসর মোঃ আবুল খায়ের বলেন- আমি স্বল্প সময় নিয়ে ওমরাহ পালন করতে এসে আপনাদের যে আতিথেয়তা পেয়েছি তা কৃতজ্ঞচিত্ত্বে স্মরণ রাখবো। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে আপনারা আমাকে যে সংবর্ধনা দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় তিনি সৌদি অরব প্রবাসী মিজানুর রহমান সুমন, এইচ.এম মোশারফ কাঞ্চন, মনির হোসেন হোসেন শিমুল সহ অন্যান্যদের ভূয়সী প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

saudi-1

লাকসাম-মনোহরগঞ্জ প্রবাসীদের দাবির প্রেক্ষিতে প্রফেসর মোঃ আবুল খায়ের বলেন- আপনারা প্রবাস জীবনে অবস্থান করলেও আপনাদের অনেকের পরিবার লাকসাম পৌরশহরে বসবাস করে। আপনাদের পরিবারের বিভিন্ন সমস্যা অবহিত এবং সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবাসী সহায়তা কেন্দ্র চালুর বিষয়ে এমপি মহোদয়ের সাথে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

অনুষ্ঠানের সভাপতি মনোহরগঞ্জের কৃতি সন্তান, সৌদি আরবের সুনামধন্য ব্যবসায়ী, মক্কা যুবলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর মোঃ মিজানুর রহমান সুমন তাঁর বক্তব্যে বলেন- বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, কুমিল্লা-৯ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম এর সুযোগ্য নেতৃত্বে উন্নয়ন ও সুশাসনে এগিয়ে যাচ্ছে লাকসাম-মনোহরগঞ্জ। প্রিয় নেতার আন্তরিক সহযোগিতায় লাকসাম পৌরসভার মেয়র প্রফেসর মোঃ আবুল খায়ের এর সুযোগ্য নেতৃত্বে লাকসাম পৌরসভার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। লাকসাম পৌরসভার দৃষ্টিনন্দিত অবকাঠামো উন্নয়নের কারণে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা মোঃ তাজুল ইসলাম মহোদয় ও প্রফেসর আবুল খায়ের এর সন্মান উন্মোচিত হওয়ার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে আওয়ামীলীগের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি আরো বলেন- সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে শহীদদের ঋণ কিছুটা হলেও শোধ করেছে। নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা আওয়ামীলীগ প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি’র দেশবিরোধী ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সুমন এর ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রফেসর মোঃ আবুল খায়েরকে দৃষ্টিনন্দিত ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়া আওয়ামীলীগ নেতা পিন্টু খাঁন, স্বেচ্ছাসেবকলীগ নেতা এইচ.এম মোশারফ কাঞ্চন ও সোহাগ হোসেন, যুবলীগ নেতা মনির হোসেন শিমুল ও সালেহ আহমেদও ফুলে ফুলে সিক্ত করেন লাকসাম পৌরসভার মেয়র প্রফেসর মোঃ আবুল খায়েরকে।

The post লাকসাম পৌরসভা মেয়রকে সৌদি আরবে উষ্ণ সংবর্ধনা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2i3SF3e

December 27, 2016 at 11:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top