সিডনি, ০৪ ডিসেম্বর- জাতীয় দলের সতীর্থ ম্যাথু ওয়েডকে অসম্মান করায় অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্যরাই ম্যাক্সয়েলের জরিমানার এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে জরিমানার পরিমাণ জানা যায়নি। সম্প্রতি ব্যাটিং অর্ডারে ওয়েডের নাম উপরে দেখায় ম্যাক্সওয়েল বলেছিলেন, এটা ভীষণ লজ্জার যে আমাকে ওয়েডের মতো ব্যাটসম্যানের নিচে ব্যাট হাতে নামতে হয়েছে। ম্যাক্সওয়েলের এমন মন্তব্যে কড়া সমালোচনা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। হতাশা প্রকাশ করে স্মিথ বলেন, ম্যাক্সওয়েলের মন্তব্যে সবাই মর্মাহত হয়েছে। আমার মতে সে যা বলেছে তার সতীর্থ ও ভিক্টোরিয়ার অধিনায়কের জন্য অসম্মানজনক। আমি দলের সকলের সঙ্গে কথা বলেছি, এমনকি ম্যাক্সওয়েলের সঙ্গেও আমার কথা হয়েছে। দলের পক্ষ থেকেই তার জরিমানা করা হয়েছে। এটা টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ডের কোনো সিদ্ধান্ত না। দলের ভারসাম্য বজায় রাখতেই ম্যাক্সওয়েলকে জরিমানা করা হয়েছে জানিয়ে অজি অধিনায়ক আরও বলেন, আপনাকে ভালো ক্রিকেটার হতে হলে অবশ্যই সতীর্থ, প্রতিপক্ষ, ভক্ত-সমর্থক ও সংবাদমাধ্যমকে সম্মান করতে হবে। আমাদের মনে হয়েছে ম্যাক্সওয়েলের মন্তব্যটি আমাদের দলের জন্য,সতীর্থদের জন্য আর বিশেষ করে তার ভিক্টোরিয়ান দলপতি ওয়েডের জন্য অসম্মানের। তাই বিশ্বসেরা দলটি নিজেদের ভারসাম্য বজায় রাখতে গ্লেনকে জরিমানা করেছে। আর আমার বিশ্বাস গ্লেন এটা বুঝতে পারবে, দলের সকলেই বুঝতে পারবে। এই শাস্তিই হয়তো তার জন্য যথেষ্ট। তবে নিউজিল্যান্ড সিরিজে এর প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন স্মিথ। সিরিজের দুজনই খেলবেন বলে জানিয়েছেন স্মিথ, মাঠের বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এ মুহূর্তে দলের অবস্থা খুব ভালো। ম্যাক্সওয়েল আর ওয়েড দুজনই আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দেবে বলেই আমার বিশ্বাস। জানিয়ে রাখা ভালো, গেল মাসে শেফিল শিল্ডে ভিক্টোরিয়ানদের নেতৃত্ব দেন ম্যাথু ওয়েড। দলটির ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে ছিলেন তিনি। আর ছয় নম্বরে ম্যাক্সওয়েল। তবে একই দলের হয়ে ওয়ানডে কাপে তিন নম্বরে নেমেছিলেন ম্যাক্সওয়েল। ওয়েড নেমেছিলেন ছয় নম্বরে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gn6c20
December 04, 2016 at 04:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top