বরুড়া প্রতিনিধি ● জেলা বরুড়া উপজেলার শাকপুর গ্রামের নতুন বাজার থেকে শুরু করে পেরপেটি বাজার পর্যন্ত র্দীঘ ১০ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ফলে পথচারীসহ যাত্রীরা পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। স্থানীয়দের অভিযোগ রক্ষণাবক্ষেণ ও তত্ত্বাবধানের অভাবেই চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। সড়কটির পিচ এবং ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব খাদা-খন্দে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা।
সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে অধিকাংশ সময় বিকল হচ্ছে ছোট-বড় অনেক যানবাহন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, রক্ষণাবক্ষেণ ও তত্ত্বাবধানের অভাবেই সড়কটি যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নয়িে চলাচল করছে । আবার ঝুঁকির কারণে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। ফলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দিন দিন কমছে উপস্থিতির সংখ্যা।
এই গ্রামের আশেপাশে কোথাও কোন চিকিৎসা কেন্দ্র না থাকায় একমাত্র বরুড়া সদরেই চিকিৎসা নিতে হয়। রোগীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে আরও অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া বরুড়া, কুমিল্লা যাতায়াত করার একমাত্র সড়ক এটি। শাকপুর গ্রামের মামুন চৌধুরী বলেন, আমি খুব অসুস্থ হওয়ায় বরুড়া থেকে ডাক্তার দেখিয়ে আসতে আমার অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। আশেপাশে বাজারের দূরত্ব বেশ হওয়ায় এবং ভৌগোলিক অবস্থানের কারণে সেখানকার বাসিন্দাদের হাট-বাজারসহ অন্যান্য কাজের জন্য বরুড়া উপজেলা সদর বাজারই একমাত্র ভরসা।
দৈনন্দিন নানা কাজের জন্য বরুড়া বাজারে আসতে হয় গ্রামবাসীদের। এই বিষয়টিকে নিয়ে ৭১ টাইমস্ এর সম্পাদক হুমায়ুন চৌধুরী নিজ উদ্যোগী হয়ে শাকপুর ইউনিয়নের চেয়ারম্যান ইন্জিনিয়ার মমতাজ উদ্দিন একান্ত সাক্ষাত কারে জানান, আমার নিজ উদ্যোগে বেশ কয়কেবার রাস্তাটিকে সচ্ছল করার চেষ্টা করেছি । তারপর আমি সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলনের কাছে গেলে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন।শ্রমিক কল্যাণ ফেডারেশন শাকপুর ইউনিয়ন, সভাপতি মোঃ মহিউদ্দিন মোহন জানান, আমি নিজেই এই রাস্তাটির জন্য সংসদ সদস্যের বরাবর দরখাস্ত দিয়েছি।
বুধবার সরজমিনে রাস্তাটিতে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বেশিরভাগ অংশে পিচ ওঠে গিয়ে খানা-খন্দের সৃষ্টির কারনে বেশির ভাগ রাস্তার মাটি দেখা যায়। দেখলেই মনে হয় সড়কটির বুকজুড়ে দগদগে ক্ষত চিহ্ন! তবে এই ক্ষত সারানোরই যেন কেউ নেই? নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটি একেবারেই নাজেহাল। জনপ্রতিনিধিরা ভোটের আগে কত প্রতিশ্রুতিই না দেন, অথচ ভোটে বিজয়ী হওয়ার পর আমাদের দুর্ভোগের কথা আর চিন্তা করেন না। শুধু সংস্কারের অভাবে এই গ্রামের হাজার হাজার মানুষ দীর্ঘ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তাই প্রশাসন সহ উচ্চ মহলের নিকট দ্রুত এই সড়কটি সংস্কার করে র্দীঘদিনের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
The post বরুড়ায় ১০ কিলোমিটার রাস্তার বেহালদশা: দেখার কেই নেই appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hciE7M
December 22, 2016 at 11:32AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন