স্টাফ রিপোর্টার :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে সিলেট বিভাগে অনুষ্ঠিত হলো জেলা পরিষদ নির্বাচন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে নির্বাচকমন্ডলীরা (ভোটার) উৎসবের আমেজে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। সিলেট বিভাগের চার জেলার মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ জেলায় জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তিনি হচ্ছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আলোচিত ব্যক্তিত্ব নুরুল হুদা মুকুট। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যরিস্টার এনামুল কবির ইমনকে বিপুল ভোটে হারিয়েছেন। মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক হুইপ মো. আজিজুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা ও সাবেক এমপি এমএম শাহিন। গতকাল হবিগঞ্জ ব্যতীত অপর তিনটি জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মুশফিকুর রহমান ইতঃপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই গতকাল হবিগঞ্জে চেয়ারম্যান পদে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। সিলেট : গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। সিলেট জেলায় চেয়ারম্যান পদে দু’জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য ও সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট লোৎফুর রহমান আনরস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৭৯৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ ড. এনামুল হক সরদার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৫৫৩ ভোট। অন্য দুই প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন লালা ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৫৭টি এবং জেলা জাতীয় পার্টি নেতা, স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী ফখরুল ইসলাম সোহেল মোটরসাইকেল প্রতীকে ১০ ভোট পেয়েছেন ।
ফলাফল ঘোষণার আগে গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রে নিñিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে প্রথমিকভাবে কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্টরা। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, সিলেটের ইতিহাস আবারো নতুনভাবে রচিত হলো। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই ভোটাররা সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছেন।
সিলেট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে, সিলেট জেলার ৫টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় নির্বাচনি আমেজে কিছুটা ভাটা পরে। ওয়ার্ডগুলো হচ্ছে, ১ নম্বর ওয়ার্ড (সিটি ও সদরের আংশিক), ৩ নম্বর ওয়ার্ড (দক্ষিণ সুরমার একাংশ ও ফেঞ্চুগঞ্জ) ৮ নম্বর ওয়ার্ড (ওসমানীনগর), ৯ নম্বর ওয়ার্ড (বিশ্বনাথ) এবং ১৪ নম্বর ওয়ার্ড (কানাইঘাট)।
বিজয়ের পর গতরাতে অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেন, ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে তাঁদের সেবক করায় ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে সাথে নিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। জেলার ১৫ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে ৩৬২ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন।
জেলায় ১২১৫ ভোটের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট পেয়েছেন ৭৮২ ভোট। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন পেয়েছেন ৪২০ ভোট। অপর দুই চেয়ারম্যান প্রার্থী লন্ডন প্রবাসী আহবাব হোসেন চৌধুরী ৪ এবং চঞ্চলা দাস পেয়েছেন ২ ভোট। তিন জন ভোটার বিদেশে এবং ৪ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হননি।
মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান (চশমা প্রতীক) নিয়ে ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এম শাহীন (আনারস প্রতীক) পেয়েছেন ২৮৯ ভোট।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iH06OS
December 29, 2016 at 12:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন