নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের নবাব ফয়জুন্নেসা হলের ছাত্রীদের উদ্যোগে মঙ্গলবার আয়োজন করা হয় পিঠা উৎসবের। সকালে প্রশাসনিক ভবনের সামনে এ উৎসবের উদ্ধোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী, ফয়জুন্নেসা হলের প্রভোস্ট ও পিঠা উৎসবের তত্ত্ববধায়ক মিতা সফিনাজ, নিলুফার সুলতানা ও তোফায়েল আহমেদ।
উৎসবে ব্যাপক সাড়া পড়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে। সবাই যার যার পছন্দের পিঠা কিনতে এবং খেতে ভিড় জমায় বিভিন্ন স্টলে।
উৎসব উদ্ধোধন শেষে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রশিদ বলেন, বাঙ্গালী সংস্কৃতির একটি অংশ এই শীতকালীন পিঠা উৎসব। ভিক্টোরিয়া কলেজ বিভ্ন্নি উৎসব পালনের মাধ্যমে বাঙ্গালী সংস্কৃতিকে লালন করে থাকে। আমি আশা করবো এধরণের উৎসব প্রতি বছরই চলমান থাকবে।
হলের তত্ত্ববধায়ক মিতা সফিনাজ জানান, লেখাপড়ার পাশাপাশি ছাত্রীরা গ্রামবাংলার ঐতিহ্যের সাথে সমন্বয় রেখে এ পিঠা উৎসবের আয়োজন করেছে এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
The post ভিক্টোরিয়া কলেজে পিঠা উৎসব appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2gZdIAZ
December 06, 2016 at 10:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন